ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেড ক্রসের পরিচালক ঢাকা আসছেন রোববার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রেড ক্রসের পরিচালক ঢাকা আসছেন রোববার 

ঢাকা: পাঁচ দিনের সফরে রোববার (১৯ নভেম্বর) ঢাকা আসছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক বরিস মিশেল। 

শনিবার (১৮ নভেম্বর) সংস্থাটির স্থানীয় কর্তৃপক্ষের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমার থেকে আসা মানুষের মানবিক পরিস্থিতি স্বচক্ষে দেখতে বরিস বাংলাদেশে আসছেন।

সফরকালে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএসএস) সঙ্গে বর্তমান সংকট নিয়ে কথা বলবেন তিনি।  

চলতি বছরের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর এটিই রেড ক্রসের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালকের প্রথম সফর।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।