ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রাজবাড়ীতে ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ২ ভুয়া ডিবি পুলিশ

রাজবাড়ী: রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার আ. জলিলের ছেলে মো. রনি ব্যাপারী (৩৮) ও একই উপজেলার ইবাদ আলী মিস্ত্রী পাড়ার মানু মোল্লার ছেলে সোহরাব মোল্লা (৪৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়েবীর বাংলানিউজকে জানান, সকালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুরগীর ফার্ম এলাকার বাস কাউন্টারে চাঁদাবাজি করছিলেন রনি ও সোহরাব। পরে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।