ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় লেগুনার চাপায় অটোচালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
কুমিল্লায় লেগুনার চাপায় অটোচালক নিহত অটোচালকের মরদেহ, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় লেগুনার চাপায় অজ্ঞাতপরিচয় সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শাসনগাছা এলাকার ধান গবেষণা কেন্দ্রের গেইটের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত অটো চালক কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকার বাসিন্দা।

তবে তার নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানায়, ধান গবেষণা কেন্দ্রের গেইটের সামনে অটোরিকশা চালক তার অটোরিকশাটি নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় দ্রুতগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।