ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ সাংবাদিক উৎপল সম্পর্কে বিবৃতি দাবি সংসদে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নিখোঁজ সাংবাদিক উৎপল সম্পর্কে বিবৃতি দাবি সংসদে

সংসদ ভবন থেকে: সাংবাদিক উৎপল দাসের অবস্থান জানতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

তিনি বলেন, গত দুই মাসে প্রায় ১০ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে তরুণ সাংবাদিক উৎপল দাস একমাসের অধিক কাল ধরে নিখোঁজ।

আইন-শৃঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে পারছে না এটা বিশ্বাসযোগ্য নয়। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান পীর ফজলুর রহমান।

সাংবাদিক উৎপল দাস সংসদ সদস্যের ভাই পীর হাবিবের অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি-তে কাজ করতেন।

সংসদে পীর ফজলুর রহমান বলেন, গত দুই মাসে দেশের ১০ জন নিখোঁজ। এদের মধ্যে একজনকে গত পরশুদিন ফেরত পাওয়া গেছে, সংবাদপত্রে নিউজ এসছে। কিন্তু একজন তরুণ সাংবাদিক উৎপল দাস, একমাসের অধিককাল থেকে নিখোঁজ। তার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, বারবার ছুটে যাচ্ছেন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, একজন মানুষ নিখোঁজ হলে তাকে উদ্ধারের দায়িত্ব রাষ্ট্রের। মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিক উৎপল দাস যদি কোনো আইন পরিপন্থি কাজ করে থাকে সেজন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু একটা তরুণ ছেলে একমাসের অধিক সময় ধরে নিখোঁজ। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারে না, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।