ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
সাতক্ষীরায় ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় আলোচকরা

সাতক্ষীরা: সাতক্ষীরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চার দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২০ ন‌ভেম্বর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি ‌হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান কর্মশালার উ‌দ্বোধন ক‌রেন।

ইউনিসেফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহ‌যো‌গিতায় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এ কর্মশালার আ‌য়োজন ক‌রে।

কর্মশালার সমন্বয়কারী সাংবা‌দিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপ‌তি‌ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও এনডিসি মোশারেফ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।

কর্মশালার প্রথম দি‌নে ইউনিসেফ’র প্রোগ্রাম অফিসার শাকির আহমেদ অন্তু ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিস্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়ার শিক্ষক আশাবুল হক নান্নু প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।