ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে রাস্তার পাশে লাইটপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে বাহরাম বাদশা (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুই আরোহী।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় নাগরপুর-মানিকগঞ্জ সড়কের কেদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহরাম বাদশা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।

নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজল বাংলানিউজকে জানান, সকালে বাহরাম বাদশা তার দুই বন্ধুকে নিয়ে নারগপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তারা কেদারপুর ব্রিজের কাছে পৌঁছালে বাহরাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের লাইটপোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাহরামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মানিকগঞ্জ সদর হাসপাতেল স্থানান্তর করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।