ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
দিনাজপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গাবুড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলম একই এলাকার সাবেক ইউপি সদস্য রমজান আলীর ছেলে।

 

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. গোলাম রব্বানী বাংলানিউজকে জানান, আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করতেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।  

তিনি জানান, আলমের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।