ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপিতে এসি পদে ১৩ জনের রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ডিএমপিতে এসি পদে ১৩ জনের রদবদল

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে সহকারী পুলিশ কমিশনার কানিজ ফাতেমাকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চে), উত্তরা বিভাগের (প্রশাসন) শিকদার মো. হাসান ইমামকে গোয়েন্দা বিভাগের পূর্ব জোনে, ইমতিয়াজ মাহবুবকে উত্তরা বিভাগে, আহসানুজ্জামানকে গোয়েন্দা বিভাগের দক্ষিণে, মো. খায়রুল আমিনকে মোহাম্মদপুরে (পেট্রোল), মো. সামসুজ্জামানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সে, সাদিয়া আফরিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে, মো. শিবলী নোমানকে ওয়ার্কশপে, মো. হান্নানুল ইসলামকে ট্রেনিং, জুলফিকার আলীকে প্রটেকশন, ওয়ার্কশপের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ-আল-মামুনকে অ্যাডমিন-ওয়ার্কশপে, ইশতিয়াক আহমেদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং মোহাম্মদপুর (পেট্রোল) থেকে বিপ্লব কুমার রায়কে প্রটেকশনে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।