ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে সততা স্টোরের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
হোসেনপুরে সততা স্টোরের উদ্বোধন হোসেনপুরে সততা স্টোরের উদ্বোধন করলেন ইউএনও আবদুল্লাহ আল মামুন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে হোসেনপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সততা স্টোরের উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।  

হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন দুপ্রক’র সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মূল্যবোধ ও জবাবদিহিতায় শিক্ষণীয় হয়ে ভবিষ্যত জাতি গঠনে সততার পরিচয় বহন করবে।

তিনি আরও বলেন, যেখানে কোনো দোকানদার থাকবে না, কোনো প্রকার সিসি ক্যামেরা থাকবে না, অথচ মালামাল থাকবে। সেখান থেকে প্রয়োজন মতো জিনিস নিয়ে শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে ক্যাশ বাক্সে টাকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মিজবাহ উদ্দিন হেলাল, দুপ্রক’র সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহকারী উপজেলা প্রোগ্রামার আনোয়ার হুসেন, প্রভাষক মো. জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।