ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঐতিহ্যবাহী যন্ত্র সংরক্ষণে জাতীয় জাদুঘরে কর্মশালা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ঐতিহ্যবাহী যন্ত্র সংরক্ষণে জাতীয় জাদুঘরে কর্মশালা শুরু জাতীয় জাদুঘরে কর্মশালায় অংশ নেয়া অতিথিরা; ছবি- ডিএইচ বাদল

ঢাকা: ঐতিহ্যবাহী যন্ত্রপাতি সংরক্ষণে জাতীয় জাদুঘরে দুইদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।  ‘কনজারভেশন উইথ অ্যাডভান্সড টেকনিক ফর কালচারাল হেরিটেজ প্রজেক্ট’ শীর্ষক কর্মশালাটি চলবে বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত।

মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কর্মশালার উদ্বোধন করেন। দ্য কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়েকা) ও জাতীয় জাদুঘর যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী’র সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং ডু, কোয়েকা’র কান্ট্রি  ডিরেক্টর জো হিয়ুন জু, কোয়েকা কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি লি হুয়ান সু প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশের অনেক ঐতিহ্য রয়েছে, যার অনেক কিছুই এখনো সংরক্ষিত হয়নি। এই কর্মশালার মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণে দক্ষতা বৃদ্ধি পাবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য রয়েছে বাঁশ দিয়ে বিভিন্ন প্রকার যন্ত্র তৈরি করা হয়। তাই আগামী ৬ মাসের মধ্যে বাঁশের যন্ত্রপাতির উপর গবেষণা করে এটার ব্রান্ডিং করা হবে। তাছাড়া জাদুঘরে যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো যেন টিকে থাকে সেদিকে কর্মকর্তাদের সহযোগিতা দরকার।

লি হুয়ান সু বলেন, এই কর্মশালা হতে প্রাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদেশের মানুষ অত্যন্ত কর্মঠ  ও উদ্যমী। তারা অল্প সময়ের মধ্যেই বিষয়টি আয়ত্ত করতে পারবে।

কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে-জাদুঘরের সংরক্ষণের সক্ষমতা এবং বর্তমান অবস্থার মাধ্যমে সরকারি অফিসগুলোর দক্ষতা বৃদ্ধি করা। জাদুঘরের সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করাই হবে এই কর্মশালার মূল কাজ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।