ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিস্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিস্তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বানৌজা তিস্তা

বরিশাল: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বরিশালে জনসাধারণের পরিদর্শনের জন্য মঙ্গলবার (২১ নভেম্বর) উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা তিস্তা’ ।

মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এ সময় ঘুরে ঘুরে দেখেন জাহাজটি।

বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে বেশ আনন্দিত বলে জানিয়েছে তারা।

৪০ দশমিক ৫ মিটার দৈর্ঘে্যর ও  ৬ দশমিক ৩০ মিটার প্রস্থের বানৌজা তিস্তা (পি-৩১৫) জাহাজটি ঘণ্টায় ১৯ দশমিক ৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।

বাংলা‌দেশ সময় : ১৬৫০ ঘন্টা, ন‌ভেম্বর ২১, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।