ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ত্রিশালে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে একটি ইটভাটাকে জরিমানা ও অন্য একটিকে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বৈলর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।  

জাকির হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় অভিযান চালানো হয়।

এসময় লাইসেন্স না থাকায় ‘দেশ ব্রিকস’ নামে ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়‍া ইট পোড়ানোর দায়ে ‘জনতা ব্রিকস’ নামে অপর একটি ইটভাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।  

বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।