ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও স্বর্ণ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও স্বর্ণ জব্দ

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) ‍আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত মো. পারভেজ ও আলিম নামের দুই যাত্রীর থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিজকে শুল্ক গোয়েন্দার নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চট্টগ্রামের মো. পারভেজ ও ঢাকার দোহারের আলিম  দুবাই থেকে ‘নাইনডাব্লিউ ২৭ ’ ফ্লাইট যোগে দুপুরে শাহজালালে অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেল এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখে।  যাত্রী পারভেজ দুই নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করে। এ সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা একটি লাগেজ খুলে ২৩,৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। সিগারেট সমূহ ডানহিল,মন্ড ও ইজি ব্র্যান্ডের বলে জানা গেছে।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী আলিমের  প‍কেট থেকে ২৩২ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট  প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ককরসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১,২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।