ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ পাট নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাসুদুর রহমান (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক কর্মকর্তা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রাসেল আলী (৪০)।

তিনি ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে দপ্তরিক কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন মাসুদুর ও আলী। এসময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে মাসুদুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।