ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চের ভাষণের স্বীকৃতি: আনন্দ শোভাযাত্রা ২৫ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
৭ মার্চের ভাষণের স্বীকৃতি: আনন্দ শোভাযাত্রা ২৫ নভেম্বর ৭ মার্চের ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু (ফাইল ছবি)

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে অন্তর্ভুক্তি উপলক্ষে আগামী ২৫ নভেম্বর সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সরকারিভাবে এই কর্মসূচি পালন করা হবে বলে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

ওইদিন বেলা ২টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে রওনা হয়ে মূল শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছালে বেলা ৩টায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

সব জেলা ও উপজেলায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ১০টায়।

স্থানীয় সময় গত ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকোভা।

আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়।  

এ সংক্রান্ত তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি)। গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত বৈঠক করে ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসি কমিটি।  

বিশ্বে এখন পর্যন্ত মোট ৪২৭টি নথি যুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।