ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সেনবাগে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড 

নোয়াখালী: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো. ইব্রাহিম নামে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আলম এ আদেশ দেন। পরে সেনবাগ থানার মাধ্যমে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষক। তিনি একই উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আবদুর রবের ছেলে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম মঙ্গলবার পরীক্ষা চলাকালীন উপজেলার গাজীরহাট কেন্দ্রে এক ছাত্রীর শ্লীলতাহানি করেন। ঘটনাটি কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামকে জানানো হয়।  

অভিযোগ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলম ইব্রাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।