ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জ সদর সার্কেলকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
মানিকগঞ্জ সদর সার্কেলকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত

মানিকগঞ্জ: মানিকগঞ্জ স্বর্ণশিল্পী সমিতির কাছে ২ কোটি চাঁদা দাবির অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মানিকগঞ্জ সদর সার্কেল আব্দুল আওয়াল খানকে অবশেষে পুলিশের হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।

মানিকগঞ্জ স্বর্ণশিল্পী সমিতির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল ও এনএসআইয়ের সহকারী পরিচালক আসিফ হোসেন জেলা স্বর্ণশিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কার্যালয়ে ডেকে নেন।

 

চোরাই ও ডাকাতির স্বর্ণ কেনাবেচাসহ অবৈধ ব্যবসা করার অভিযোগ এনে তাদের মামলায় জড়ানোর হুমকি দেন। এই মামলা থেকে রক্ষা পেতে তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।