ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার গ্রেফতারকৃত হত্যা মামলার ২ আসামি

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলো-ফতেমোহাম্মদপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে গুল্লি পারভেজ (২৪) ও তার এক সহযোগী মৃত ময়নুল ইসলামের ছেলে রাজিব (২২)।

বুধবার (২২ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

দেশের অন্যতম নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম সহ জাতীয় দৈনিকে “মামলার সাক্ষীর ওপর আসামির হামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে শহরের বেনারসি পল্লীতে অভিযান চালায়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মৌবাড়ি বেনারসি পল্লীর পাশে আখ ক্ষেতের মাটি খুঁড়ে ২ রাউন্ড তাজা গুলি ও ২টি রামদা উদ্ধার করা হয়।

যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি গুল্লি পারভেজ ও রাজিব। এদের নামে থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট আছে। এরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টির চেষ্টা করছিল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।