ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় চার বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
শৈলকুপায় চার বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ: এক রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের গাজারিয়া গ্রামের চার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল। 

মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ফুলহরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বাংলানিউজকে জানান, রাতে ১০/১২ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে বিধান, রঞ্জিত, সন্তোষ ও শ্রীকান্তের বাড়িতে ডাকাতি করে।

এসময় তারা নগদ ৪০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।

শৈলকুপার ভাটই পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল কমির বাংলানিউজকে জানান, সকালে ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।