ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৩ দিন পর দুলালের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
নিখোঁজের ৩ দিন পর দুলালের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর ট্রলার যাত্রী দুলাল চটকির মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।  

বুধবার (২২ নভেম্বর) সকালে সন্ধ্যা নদীর খেঁজুরবাড়িয়া পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

দুলাল উপজেলার বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় গ্রামের বাসিন্দা।

এর আগে, রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সন্ধ্যা নদীতে দুটি যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ১৩ যাত্রী নদীতে পরে যান। এর মধ্যে ১২ যাত্রী সাঁতরে ট্রলারে উঠ‌তে পার‌লেও দুলাল চটকি না‌মে ওই যাত্রী নিঁখোজ হন।  

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হো‌সেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা নদীতে নিখোঁজ ব্যক্তির খোঁজে বানারীপাড়া ফায়ার সা‌র্ভিস কর্মীদের পাশাপাশি তার স্বজনরা উদ্ধার তৎপরতা চালায়। সকালে ট্রলার নিয়ে খোঁজে নেমে খেঁজুরবাড়িয়া পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় দুলালের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

** সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১

বাংলা‌দেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২২, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।