ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুক্তির মেয়াদ বাড়লো বায়েরা চেয়ারম্যানের  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
চুক্তির মেয়াদ বাড়লো বায়েরা চেয়ারম্যানের  

ঢাকা: বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এবং দুই সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো তিন বছর করে বৃদ্ধি করেছে সরকার।

চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী এবং সদস্য প্রফেসর ডা. সাহানা আফরোজ এবং মো. শওকত আলীর চুক্তির মেয়াদ বৃদ্ধি করে বুধবার (২২ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৭ অনুযায়ী ১৮ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য পুনরায় তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 

২০১৪ সালের ১৮ নভেম্বর তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমআইএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।