ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার পথে তনুর পরিবারের সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ঢাকার পথে তনুর পরিবারের সদস্যরা

কুমিল্লা: ঢাকায় সিআইডি কার্যালয়ে উদ্দেশে রওয়ানা হয়েছেন নিহত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর মা-বাবা ও ভাই-বোন। 

বুধবার (২২ নভেম্বর) বিষয়টি মোবাইলফোনে বাংলানিউজকে নিশ্চিত করেন তনুর বাবা ইয়ার হোসেন।  

তনুর মা আনোয়ারা বেগম  বলেন, ২০ নভেম্বর কুমিল্লা সিআইডি কার্যালয় থেকে একটি চিঠি আমাদের কাছে এসেছে।

ওই চিঠিতে আমাকে, আমার স্বামী (তনুর বাবা), দুই ছেলে ও লাইজুকে (তনুর চাচাতো বোন) নিয়ে বুধবার ঢাকা সিআইডি অফিসে যাওয়ার জন্য বলা হয়।  

তিনি বলেন, আমাদের আর কতো জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
তারপরেও যাচ্ছি বিচারের আশায়। আমি শুরুতে যাদের নাম বলেছি, বারবার এক কথাই বলে আসছি, যাদেরকে ধরতে বলেছি তাদের ধরলেই সব কিছু খোলাসা হয়ে যাবে।

আমার মেয়ে তনু হত্যাকাণ্ডের ২০ মাস পূর্ণ হয়েছে গত সোমবার (২০ নভেম্বর)।
কিন্তু দীর্ঘ এ সময়ে তনুর খুনিদের গ্রেফতার করা হয়নি।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবি’র পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্ত করছে পুলিশের
অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কিন্তু দীর্ঘ ২০ মাসেও তনু হত্যাকাণ্ডের কোনো
উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।