ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন বিষয়ক সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন বিষয়ক সভা আলোচনা সভায় বক্তারা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আলাম ও বান্দরবানের প্রতিবন্ধী ফোরামের যৌথ উদ্যোগে ডিজঅ্যাবিলিটি রাইটসের সহযোগিতায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  
 
পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের সভাপতি যোগ্যমনি ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাজাহান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহাজাহান প্রমুখ।
 
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও মানুষ, অন্যান্য সাধারণ মানুষের মতো তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করছে। আগে সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করলেও তারা আর এখন বোঝা নয়। তাই অবহেলা না করে তাদের ভালোবাসা উচিত। একটু সহযোগিতা পেলে তারাও এগিয়ে যেতে পারবে।  
 
সভায় খাগড়াছড়ি জেলার কয়েকটি প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।