ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বড়াইগ্রামে মাদক বিক্রেতার কারাদণ্ড

নাটোর: নাটোরের বড়াইগ্রামে চোলাই মদ সংরক্ষণ ও বিক্রির দায়ে রবি রোজারিও (৫৬) নামে এক মাদক বিক্রেতাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত রবি রোজারিও বড়াইগ্রাম উপজেলার পারবর্ণি গ্রামের ফ্রানসিস রোজারিও' র ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রবি রোজারিও বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।