ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
হবিগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী আটক হবিগঞ্জে অটোরিক্সা ছিনতাইকারী আটক

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে জাবেদ মিয়া (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর ছেলে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ ও তার এক সহযোগী।

অটোরিকশাটি বাইপাস রোড পৌঁছলে জাবেদ ও তার সহযোগী চালক ফেরদৌসকে বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাইকপাড়ায় গিয়ে জাবেদকে আটক করে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, জাবেদের স্বীকারোক্তি মতে তার সহযোগীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।