ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে রাজশাহীতে শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে রাজশাহীতে শোভাযাত্রা

রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় রাজশাহী জেলা প্রশাসন শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের বরাত দিয়ে তথ্য অধিদফতর এসব কর্মসূচির কথা জানিয়েছে।  

কর্মসূচি অনুযায়ী ওই দিন সকাল ১০টায় একটি আনন্দ শোভাযাত্রা মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে বের হবে।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হবে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা ও শিশু একাডেমিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সামঞ্জস্যপূর্ণ ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে।

আনন্দ শোভাযাত্রা শেষে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিকেলে শিল্পকলা একাডেমিতে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।