ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সন্তানদের জন্য বাঁচতে চান টিটু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সন্তানদের জন্য বাঁচতে চান টিটু রিজভী খালিদ খান টিটু ও তার দুই ছেলে (ফাইল ফটো)

নেত্রকোনা: দু’টি কিডনিই অচল হয়ে পড়েছে সদালাপী হাস্যোজ্জ্বল সকলের পরিচিত নেত্রকোনার প্রথম পোল্ট্রি খামারি রিজভী খালিদ খান টিটুর (৪৮)। আক্রান্ত হয়েছেন হৃদরোগ ও ডায়াবেটিসেও।

তিনি শহরের সাতপাই এলাকার মৃত আব্দুল মান্নান খানের ছেলে।

সোমবার (২৭ নভেম্বর) রাতে টিটুর স্ত্রী নাজমুন নাহার সেতু বাংলানিউজকে স্বামীর দুরারোগ্য রোগের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

তিনি জানান, গত জানুয়ারি থেকে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন টিটু। প্রতি মাসে সত্তর হাজার টাকার ব্যয়বহুল এ চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তাদের পরিবার।

বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, টিটুকে বাঁচাতে চাইলে যতো দ্রুত সম্ভব তার দু’টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। চিকিৎসায় লাগবে ৬০/৭০ লাখেরও বেশি টাকা।

এতো বড় অঙ্কের অর্থের যোগান দেওয়া পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অসহায় টিটুকে বাঁচাতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন নাজমুন নাহার সেতু।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: রিজভী খালিদ খান টিটু, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০৯৬০৩১০০১৪৭১৮, যমুনা ব্যাংক লিমিটেড, নেত্রকোনা শাখা। সুইফট কোড: JAMUBDDHTFP। মোবাইল নম্বর: ০১৭১১০৪৫৪০৮। ই-মেইল: [email protected]

টিটু বাংলানিউজকে বলেন, ‘আমি আমার দুই সন্তান মাশরুর আহমেদ খান ও নাজিব রেজওয়ান খানকে বড় করে যেতে চাই। ওদের জন্যই বাঁচতে চাই’।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।