ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ জঙ্গি আস্তানা: আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জঙ্গি আস্তানা: আটক ৩ জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-ছবি-বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব)। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বাড়িটির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫), তার শ্বশুর খোরশেদ (৬০) ও শাশুড়ি মনিরা বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। 

জঙ্গি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ। তিনি বলেন, ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৫ এর সদস্যরা।

এটা মূলত বাথান বাড়ি। এর আশপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি নেই। বাড়ির মালিক এখানে থাকেন না। রাজশাহীর গোদাগাড়ীতে থাকতেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিনশেড বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বিস্ফারণে বাড়িটিতে আগুন ধরে যায়।  

মুফতি মাহমুদ বলেন, সকাল ৮টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বাড়ির ভেতরে যায়। বেলা ১২টার দিকে তারা বেরিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই  ব্রিফিং করা হবে।

**আগুনে পুড়ে গেছে চর আলাতুলির জঙ্গি আস্তানা

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।