ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জব্দ করা জাটকা বিতরণ হলো এতিমদের মাঝে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
জব্দ করা জাটকা বিতরণ হলো এতিমদের মাঝে

বরিশাল: বরিশালে মেঘনা নদীতে জব্দ করা বিপুল পরিমাণ জাটকা বিতরণ হলো স্থানীয় এতিম ও গরিবদের মাঝে।

এর আগে সোমবার দিবাগত রাতে বরিশালের হিজলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জাটকা বিরোধী অভিযান চালায় কোস্টগার্ডের সিজি স্টেশন কালীগঞ্জের সদস্যরা। এ সময় জব্দ করা হয় প্রায় ৪০০ কেজি জাটকা।

মঙ্গলবার (নভেম্বর ২৮) সকালে জব্দকৃত এসব জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।  

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড সিজি স্টেশনের পেটি অফিসার শামীম আক্তার।

বাংলা‌দেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।