ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
তারাকান্দায় শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসি দণ্ডপ্রাপ্তদের নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সুজন ওরফে চেতন পন্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তারভীন হাসান আনিস।

এদের মধ্যে আকরাম হোসেন পালতক।  

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া বাংলানিউজকে জানান, ২০১১ সালে তারাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্তরা চেতন পন্ডিত নামে ওই শিশুকে হত্যা করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরআইএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।