ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পিকআপ ভ্যান চাপায় আনিসা আনান (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সুমাইয়া তাসনুর (১৭) নামে অপর এক ছাত্রী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের মাইজদী বাজার এলাকার গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসা মাইজদী শহরের বাসিন্দা আলী আহম্মদের ছেলে।

সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। আহত সুমাইয়া নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানায়, সকালে আনিসা ও সুমাইয়া ব্যাটারি চালিত ইজিবাইকে করে কোচিং সেন্টারে ক্লাস করতে মাইজদী বাজার থেকে মাইজদী কোর্টের দিকে যাচ্ছিলো। পথে গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়। এসময় গুরুতর হয় সুমাইয়া।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।