ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রূপগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার কুলসুমা আক্তার ও আফসানা বেগম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থান থেকে আফসানা বেগম ও কুলসুমা আক্তার নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার ইছাখালী ও তেতলাবো এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

আফসানা উপজেলার ইছাখালী এলাকার রাসেল মিয়ার স্ত্রী এবং তেতলাবো এলাকার ইউনাইটেড মেলামাইন কারখানার শ্রমিক কুলসুমা চাঁদপুর জেলার সদর উপজেলার বহরিয়া এলাকার আমির হোসেনের মেয়ে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে আফসানাদের বসতঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।  

আফসানার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আফসানাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।  

অপরদিকে, রোববার ভোরে কারখানায় যাওয়ার পথে নিখোঁজ হন কুলসুমা। অনেক খোঁজাখুজির পরও কোনো সন্ধান না পেয়ে তার মা তাসলিমা বেগম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে কারখানার পাশের ডোবায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

পরিবারের অভিযোগ, কুলসুমাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা।  

ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় রূপগঞ্জ থানায় আলাদা মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।