ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রূপগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার নবী হোসেন ডালু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বাড়িয়াছনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল ও জুয়েল উপজেলার গোয়ালপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহত ডালু বাড়িয়াছনি এলাকার মৃত কিছমত আলী বেপারীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী বাংলানিউকে জানান, ১৩ আগস্ট থেকে ১৮ আগস্টের ভেতরে দুর্বৃত্তরা ডালুকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশে বাড়িয়াছনি বিলে ফেলে রাখে।

এ ঘটনায় ডালুর স্ত্রী সাহানারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোহেল ও জুয়েলকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।