ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আজমিরীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সরূপা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরূপা ওই গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী।

সরূপা খাতুনের ছেলে তপসির মিয়া বাংলানিউজকে জানান, তার মা মানসিক রোগী ছিলেন। সকালে তার মা বিষপান করে বমি করতে থাকলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান তার মাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন ঘটনার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।