ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ কৃষকলীগ নেতাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ কৃষকলীগ নেতাসহ আটক ২

পাবনা: পাবনার ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশ মুলাডুলি ইউনিয়ন শাখার সভাপতি ও মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথা (৫০) ও তার এক সহযোগীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বক্কার মালিথা মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত নবির উদ্দিন মালিথার ছেলে। অপর সহযোগী দুলাল শেখ (৩০)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার আটক ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।