ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ফেনীতে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অননুমোদিত ফুড ফ্লেভার ব্যবহার করায় অভিযান চালিয়ে ১৫ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের গুদাম কোয়ার্টারে কিষাণ ফুড কোম্পানির কারখানায় বিস্কুট ও রুটি তৈরিতে অননুমোদিত ফ্লেভার ব্যবহার করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ছাড়া শহরের মিজান রোডে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ১৪টি দোকান মালিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক মো. কামাল হোসেন, তালেব অটো হাউজের মালিক মো. আবু তালেব, আর আর ইলেকট্রিক হাউজের মালিক রেজওয়ানুল হক র্ভূঁইয়া, মেসার্স খান ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক বদিউল আলম খান, হোন্ডা ডেকোরেটরের মালিক এ বি সিদ্দিক, পাঠান অটো হাউজের মালিক মনসুর আহমেদ খান, তারেক অটো হাউজের মালিক মো. নুরুল ইসলাম, পাটোয়ারি হোন্ডা পার্টস সেন্টারের মালিক মোতাহের উদ্দিন মানিক, সুমন ইলেকট্রিকের মালিক শীকান্ত সরকার, ভূঁইয়া মোটরসের মালিক আব্দুল আলো ভূঁইয়া সাদ্দাম, মেসার্স ফেনী ইলেকট্রিকের মালিক মো. শাহাবুদ্দিন, ফেনী আই পি এস সেন্টারের মালিক এ বি সিদ্দিক, কাজী ইলেকট্রিক সার্ভিসের মালিক কাজী জাহাঙ্গীর হোসেন, মিনি হোটেলের মালিক মো. আহসান উল্লাহ।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ইকবালুর রহমান ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।