ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে শিশুর পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে শিশুর পা বিচ্ছিন্ন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ফরিদুল আলম (১৬) নামে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৪২ ও ৪৩ নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত শিশু ফরিদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ইউনিয়নের হামিদিয়া পাড়া বদিরনীর ছড়া এলাকার ঈসা খলিলের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গরু খুঁজতে গেলে মাটির নিচে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই শিশুর ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল বাংলানিউজকে জানান, ঘটনাটি জেনেছি। আহত ওই শিশুকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।