ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কংকালের অংশবিশেষ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কেরানীগঞ্জে কংকালের অংশবিশেষ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে কংকালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ছোট মনহরিয়া এলাকা থেকে কংকালটি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কংকালটি উদ্ধার করা হয়।

কঙ্কালটির খুলি ও কিছু হাড় উদ্ধার করা হয়েছে।  

কংকালের পাশে লুঙ্গির অংশবিশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কংকালটি পুরুষের। কংকালের ডিএনএ টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।