ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু  হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম নোয়াখালীর পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড় গ্রামের রিফুজি বাড়ীর রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল থেকে আটঘর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন খোরশেদ। একপর্যায়ে দুপুর ১২টার দিকে অসাবধানতাবসত ওই ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান লাইনের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন  খোরশেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।