ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পদ্মায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
রাজশাহীর পদ্মায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

রাজশাহী: রাজশাহীর বড়কুঠি পদ্মার তীর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তিনি হলেন, মহানগরীর রাজাহাতা এলাকার ফারুক আহমেদের মানসিক প্রতিবন্ধী ছেলে মামুন-উর রশিদ মামুন (২০)।

গত শুক্রবার (০৯ ডিসেম্বর) থেকে মামুন নিখোঁজ ছিলো। তার নিখোঁজ হওয়ার ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়েছিলো।

বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে দুপুরে তার পরিবারের সদস্যরা মরদেহ দেখতে আসেন। পরে তারা নিহত মামুনের পরিচয় শনাক্ত করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া বিকেলে মামুনের মরদেহ হস্তান্তর করা হয়।

পরিবারের বরাত দিয়ে এসআই সেলিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে নদীরপাড়ে বেড়াতে গিয়ে কোনোভাবে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন,  পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকায় এ ঘটনায় কোনো মামলা হবে না। একটি জিডি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। নদীপাড়ের লোকজন বোয়ালিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ বড়কুঠি পদ্মাপাড়ে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।