ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভার-আশুলিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সাভার-আশুলিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে ঢাকা জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের নির্দেশনায় ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদের নেতৃত্বে একটি দল সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে।

অভিযানে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকার রানা আহম্মেদের বাড়ি থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবসহ তোফায়েল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

এছাড়া আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবসহ মো. আমির হোসেন (২০) ও আশুলিয়ার পলাশবাড়ি এলাকার থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. আমিনুল্লাহ (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।