ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নারীসহ ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রূপগঞ্জে নারীসহ ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে নীলা বেগম (৩৫) ও সাইদুল ইসলাম নামে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো ও চনপাড়া পুনর্বাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নীলা বেগম তারাবো এলাকার নবীর হোসেনের স্ত্রী ও সাইদুল চনপাড়া পুনর্বাসন এলাকার জয়নালের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান,  নীলা ও সাইদুল পৃথক মাদক মামলায় ৬ বছর করে দণ্ডপ্রাপ্ত আসামি। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।