ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নদীর দৌলতপুর উপজেলার বৈরাগীরচর বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্র বৈরাগীরচর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম ও তার বন্ধুরা দুপুরে নদীতে গোসল করতে নামে। হঠাৎ মাহিম পানির নিচে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা মাহিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।