ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মসজিদের নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
গাজীপুরে মসজিদের নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া সরকার পাড়া এলাকায় আব্দুল মোতালেব (৬৫) নামে মসজিদের এক নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাঘতাবাজার এলাকার তমিজ উদ্দিন মণ্ডলের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, ভোগড়া সরকার পাড়া এলাকায় সাইদুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি মসজিদে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন মোতালেব। ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গেলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭     
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।