ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুলাল ওরফে টেটা দুলাল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দুলাল তারাব পৌরসভার বরপা এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে।

 

রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হারেজ মিয়া বাংলানিউজকে জানান, দুলাল তারাব পৌরসভার বরপা, মাসাব ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দুলালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসম্বের ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।