ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নওয়াপাড়ায় ঠিকাদারের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
নওয়াপাড়ায় ঠিকাদারের মরদেহ উদ্ধার

যশোর: যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়া থেকে তন্ময় কুমার নন্দী (৩৫) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তন্ময় নন্দী যশোর শহরের বেজপাড়া এলাকার বাবলু নন্দীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভাঙ্গাগেট এলাকায় রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

তন্ময় কুমার নন্দীর বাবা বাবলু নন্দী বলেন, তন্ময় নন্দী যশোরে ঠিকাদারি কাজ করতো। সকালে বেজপাড়ার বাড়ি থেকে নওয়াপাড়ার উদ্দেশে বের হয়। পরে মৃত্যুর খবর পেয়ে নওয়াপাড়া যাই। সেখানে গিয়ে জানতে পাড়ি তন্ময় না-কী ট্রেনে কাটা পড়েছে! আমি এর বেশি বলতে পারছি না।  

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বাংলানিউজকে বলেন, রেল লাইনের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে জিআরপি (রেলওয়ে) পুলিশ তদন্ত করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।