ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নগরীজুড়ে আলোকসজ্জায় বিজয়ের আমেজ নারায়ণগঞ্জে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
নগরীজুড়ে আলোকসজ্জায় বিজয়ের আমেজ নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা নগরীতে

নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরজুড়ে করা হয়েছে আলোকসজ্জা। অনেক স্থানে এখনো চলছে আলোকসজ্জার কাজ। সরকারি-বেসরকারি ভবন, সড়ক, আইল্যান্ড ও চত্বরগুলোকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

প্রতি বছর দিনটিকে ঘিরে এমন আলোকসজ্জা দেখা যায়। ১৫ ডিসেম্বরের মধ্যেই সকল আলোকসজ্জা সম্পন্ন করে জেলা প্রশাসন।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগেও এ আলোকসজ্জা করে থাকে। লাল আর সবুজ বাতির এ আলোকসজ্জা আমাদের মহান বিজয়ের লাল সবুজের পতাকাকে মনে করিয়ে দেয়।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া, জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি তোলারাম কলেজ, মেট্রো হলের মোড়, ২ নং রেলগেট, নিতাইগঞ্জসহ বিভিন্নস্থানে আলোকসজ্জা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শহরের প্রতিটি শহরের আইল্যান্ডের উপরেও লাইটিংয়ের কাজ করতে দেখা যায় শ্রমিকদের।

কর্মরত শ্রমিকদের তদারকির দায়িত্বে থাকা আফজাল হোসেন জানান, গত দুই বছর ধরে এ আলোকসজ্জা আমরা করে আসছি। চেষ্টা করি ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে। এবারো তাই করবো।  

এদিকে ১৬ ডিসেম্বর সামনে রেখে শহরেজুড়ে আলোকসজ্জায় বিজয়ের আমেজ সৃষ্টি হয়েছে। রাতের নারায়ণগঞ্জ শহরে এমন আলোকসজ্জা শহরবাসীকে বার বার বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।