ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
হবিগঞ্জে ইয়াবা বিক্রেতা গ্রেফতার আটকের পর ইয়াবা বিক্রেতা নয়ন।

হবিগঞ্জ: হবিগঞ্জের উমেদনগর এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উমেদনগর কবরস্থান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নয়ন ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে নয়নকে গ্রেফতার করা হয়। এ সময় নয়নের ঘরে তল্লাশী চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।