ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ঢাকা: পাবনার চাটমোহরে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাপন কুমার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো ৫ জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চাটমোহরের মান্নাননগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপন সিরাজগঞ্জ এর তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের সুকুমার এর ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, মান্নাননগর  থেকে সিএনজি অটোরিকশা চাটমোহর যাচ্ছিলো। এ সময় বিপরীত হতে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্হলেই ১ জন নিহত হন। এছাড়াও ৫ জন আহত হন।

আহতরা হলেন- হাবিল হোসেন (৩২),  মিম (১০), হোসেন আলী (২৫), তোরাপ আলী (৪২) ও সবুজ হোসেন (৩৪)।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আহসান হাবীব জানান, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।