ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভালোবাসার রংধনু গ্রুপের শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
নারায়ণগঞ্জে ভালোবাসার রংধনু গ্রুপের শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ করছে রংধনু গ্রুপ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে  `হারবে শীত, জিতবে মানবতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ভালোবাসার রংধনু গ্রুপের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টায় কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে  শীতবস্ত্র বিতরণ করে তারা। এ সময় প্রায় দেড়শ’ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সেলিম আহমেদ ডালিম, মোঃ আলী।

প্রধান অতিথির বক্তব্যে শরফুদ্দিন আহমেদ বলেন, আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আর কারো শীতের জন্য কষ্ট করতে হবে না। এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাদের সমাজের বিত্তবানদের তাই দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসতে উদাত্ত আহবান জানাচ্ছি।  

এ সময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, আলী খন্দকার, মোঃ নাদিম, মোঃ মোসাব্বির, মোঃ জাবের আলী, মোঃ মিরাজ, ইমরান, তামিম জাফর, মিলন হোসেন, রীনা আক্তার, পরশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।